অফিসে আসার সময় ট্রাকে, ভ্যানে , দোকানের পাটাতনে, দোকানের নীচে ও চারপাশে বিস্তর মসৃণ টকটকে লাল তরমুজ দেখছিলাম। গতবছরের প্রথম তরমুজ কেনার পরেরদিনে মিডিয়া-বিস্ফোরণ কোথায় যেন তরমুজ খেয়ে বিষক্রিয়ায় অনেকে আহত-নিহত ; দিলাম বাদ তরমুজ খাওয়া, ইত্যাদি , ইত্যাদি । এবং সকাল সকাল তরমুজ নিয়ে আমার একটা ফেসবুক স্ট্যাটাস দিতেও ইচ্ছে করলো।
জ্বী ভাই, চারপাশের প্রতিমুহূর্তের চলমান সময়ের সব অনিয়মের ব্যাপারে আপনার, আমার ও আমজনতার প্রত্যেকের একটা একটা করে বক্তব্য থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে আপনি ফেসবুকে কতখানি জ্ঞান ফলাবেন , নিজের বা অন্যদের সময় কতটা নষ্ট করবেন ,সেটাও বিবেচনা করা উচিৎ।
সুতরাং , তরমুজ নিয়ে আমার স্ট্যাটাস না দিলেও চলবে !

প্রথম প্রকাশঃ ৩০শে এপ্রিল ,২০১৫