মনে করেন , যে কোন বস, উচ্চপদস্থ কর্মকর্তা বা ম্যানেজারের অধীনে চারজন প্রায় সমদক্ষ কর্মচারী আছেন। এর মধ্যে তিনজন বসকে তৈলসিক্ত করা শুরু করলেন। দু’টি ব্যাপার একসঙ্গে ঘটবে:
প্রথমত: ধীরে ধীরে ওই উচ্চপদস্থ কর্মকর্তা মনুষ্যচরিত্রের অলঙ্ঘনীয় নিয়মানুসারে, ওই প্রাত্যহিক তেলে অভ্যস্ত হয়ে যাবেন। নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে কে না দেখতে চায় বলুন!
দ্বিতীয়ত: ওই ‘চতুর্থ’ সমদক্ষ কর্মচারী ; যে হয়তো কোন কারণে বুঝে ও না বুঝে তৈলচর্চা থেকে দূরে আছেন ; তিনি সমস্যায় পড়ে যাবেন । তিনি বাকী তিনজন থেকে আলাদা হয়ে গেলেন । এবং বিনা কারণেই তিনি বসের বিরাগভাজন হওয়া শুরু করবেন (হয়তোবা তৈলাক্ত তিনজনের অপ্রয়োজনীয় তৈল চর্চায় !)।
বসের মনে সন্দেহ, অবিশ্বাস ও প্রশ্নের উদয় হবে, কী ব্যাপার ‘ চতুর্থ ‘ আমাকে তেল দেয় না কেন ! সমস্যাটা কী !
প্রকাশকালঃ আগস্ট,২০১৫
সাম্প্রতিক মন্তব্য