এক লোক তোতা পাখি কিনতে দোকানে গিয়েছে। অনেক ঘুরে এক দোকানে থিতু হলেন।
দোকানদার সারিবদ্ধ তিনটা তোতা পাখিকে দেখিয়ে বলল , একদম বাম দিকের তোতা পাখির দাম ৫ হাজার টাকা!
: এতো দাম ?
: শোনেন, এই তোতা পাখি বাংলা, ইংরেজি আর হিন্দি ৩টা ভাষায় অনর্গল কথা বলতে পারে!!
পরের তোতা পাখিটার দাম জিজ্ঞেস করল ভদ্রলোক।
সেটার দাম আরো বেশি ১০ হাজার টাকা !!!
: এর গুণাবলী কি ?
: এর দাম বেশি কারণ এই তোতা পাখিটি আগেরটি যা পারে তা তো পারেই ; সেই সংগে ঐ তিনটা ভাষায় লেখালেখিও করতে পারে !!
স্বভাবতই উৎসাহের চরমে পৌঁছে, বাকী থাকা শেষের তোতা পাখিটির দাম জিজ্ঞেস করলেন ভদ্রলোক।
: ২০ হাজার টাকা !!!
ভদ্রলোক উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এর বিশেষ গুণাবলী কি কি ?
দোকানদার বলল, ‘ সত্যি কথা বলতে কি , আমি এই তোতা পাখিকে কখনই কিছু করতে দেখি নি ! সারাদিন বসে বসেই থাকে ; কিন্তু অন্য সব তোতা পাখিরা একে BOSS বলে ডাকে !!!
সাম্প্রতিক মন্তব্য