এটাই রীতি, এটাই চলে আসছে পৃথিবীতে

পায়ের মাপে তৈরী হয় জুতো

জুতোর মাপে তৈরী হয় না পা।

রাষ্ট্র যখন এগিয়ে দেয় বুট

বলে, ‘ ঢোকাও, পায়ে ঢোকাও ’

চেঁচিয়ে বলি, ‘ ও জুতো আমার পায়ে হচ্ছে না।’