শরৎ বাবু তাঁর ‘ শ্রীকান্ত ‘ উপন্যাসে বলেছেন , “বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।”
প্রেম আছে বলেই, কাছে দূরের হিসাব করতে সাহস করি। তবুও হে পাঠক/পাঠিকা ! কৌতুককে ‘কৌতুক’ হিসাবে দেখতে সনির্বন্ধ অনুরোধ করব ; নচেৎ ৫৭ ধারার মামলা কে খেতে চায় বলুন!

মূল কৌতুক:
বারে বইসা বাঙ্গালের সাথে এক স্কটিশের দেখা হইল। হাই হেল্লোর পর বাঙ্গাল স্কটিশকে কে বললো – তোমরা এত গাধা কেন?
স্কটিশ বললো- কেন?
বাঙ্গাল বললো – গাধা না হইলে কেউ গণভোটে স্বাধীনতা প্রত্যাখ্যান করে?
স্কটিশ বাঙ্গালের কথা শুইন্যা আক্কেলগুড়ুম হইয়া বইসা থাকলো!
সেই বারে কিছুক্ষণ পর যোগ দিল এক ব্রিটিশ। কিছুক্ষণ হাই হেল্লোর পর বাঙ্গাল সেই ব্রিটিশকে বললো- ঐ মিঞা ব্রিটিশ! তোমরা এত ছাগল ক্যান?
ব্রিটিশ মুখচোখ লাল কইরা বললো- ক্যান?
বাঙ্গাল বললো- ছাগল না হইলে কেউ ভোটে ব্রেক্সিট অনুমোদন করে?
কথা শুইন্যা ব্রিটিশেরও আক্কেল গুড়ুম!
আরও কিছুক্ষণ পর আসলো এক আমেরিকান l কিছুক্ষণ হাই হেল্লোর পর বাঙ্গাল আমেরিকানকে বললো – ইয়ো ! তোমরা এত পাগল ক্যান?
আমেরিকান চোখমুখ খিঁচায়া বললো- ক্যান?
বাঙ্গাল বললো – পাগল না হইলে কেউ ট্রাম্পরে ভোট দিয়া প্রেসিডেন্ট বানায়? আমেরিকানেরও আক্কেলগুড়ুম অবস্থা!
স্কটিশ-ব্রিটিশ-আমেরিকান ভাবলো, আরি শালা , বাংলাদেশে না জানি কি অবস্থা! ঐখানের লোকজন নিশ্চয়ই অনেক স্মার্ট! ভয়ে ডরে তিনজনে মিল্যা বাঙ্গালরে জিগাইলো – আমরা গাধা/পাগল/ছাগল বুঝলাম! তোমাদের ঐখানে কি অবস্থা ? তোমরা ভোট দিয়া কি পরিবর্তন করছো?
বাঙ্গাল দাঁত ক্যালাইয়া বললো -আমরা বিজি জাতি, তাই আমাদের ভোট দিয়া টাইম নষ্ট করার মত টাইম নাই!
লোকজন আটোমেটিক বিনাভোটে জিত্যা যায়! যারা বিনা ভোটে জেতে না, তারা আমাদের খাটুনি কমানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য আমাদের ভোটটা নিজ দায়িত্বে মাইরা দেয়…. এরপর যদি আমরা ভোট দেয়ার মত সময় ও সুযোগ পাই, তখন আমরা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় সুন্দরীদের ভোট দেই…. !

[ প্রকাশকালঃ ৪ঠা নভেম্বর,২০১৬ ]