আদার ব্যাপারী জাহাজের খবর কেন ।

আদা জাহাজে করিয়া বিদেশে রপ্তানী হয় না; স্থানীয় হাটে বাজারেই খরিদ বিক্রয় হয়। সেইজন্য আদা ব্যবসায়ীর জাহাজের খবর জানিবার কোন প্রয়োজন নাই। অনধিকারচর্চাস্থলে এই প্রবাদ প্রযুক্ত হয়। “ The Cobbler must stick to his last.” Or “ Let the Cobbler(মুচি) stick to his last.”

আহার নিদ্রা ভয়, যত বাড়াও তত হয়।

আহার , নিদ্রা ও ভয় ইহাদিগকে যত বাড়াইবে ততই বাড়িবে।

উড়ো খৈ গোবিন্দায় নমঃ ।

বাতাসে খৈ উড়িয়ে নিয়ে যাইতেছে, তাহা আর সংগ্রহ করিবার উপায় নাই দেখিয়া সেইগুলি গোবিন্দায় নমঃ বলিয়া দেবতার উদ্দেশ্যে নিবেদন করিয়া দিল। প্রতিকূল অবস্থায় পড়িইয়া বাধ্য হইয়া কোন সৎ কার্য করা। “ Making a virtue of necessity ”

উসকো মাটিতে বিড়াল হাগে।

নরম লোক পাইলে সকলেই তাহার উপর আধিপত্য প্রকাশ করে।

হিন্দিতে আছে, বিল্লি শাক্‌তি পার নেহি হাগ্‌তি।

এক যাত্রার পৃথক ফল।

একসঙ্গে একই কার্য আরম্ভ করিয়া একজনকে যদি পুরস্কৃত এবং অপরজন যদি তিরস্কৃত হয়, তাহা হইলে তাহাদের এক যাত্রায় পৃথক ফল বলা হয়।

এঙ যায়, ব্যাঙ যায়,

খোল্‌সে বলে আমিও যাই।

চ্যাং মাছ ও ব্যাঙকে লাফাইতে দেখিয়া খোল্‌সে মাছও সেইরূপ লাফ দিবার চেষ্টা করিল, কিন্তু কৃতকার্য হইল না। যে যে কাজ করিতে অক্ষম, সমর্থ অপরের অনুকরণ করিতে গিয়া সে সকলের হাস্যভাজন হয়।

 

[ প্রকাশকালঃ ৫ই জুন, ২০১৫ ]