কর্মচারীর প্রতি মালিকের বিশ্বাস যেমন থাকতে হয় ;  মালিকের প্রতিও তার আনুগত্য থাকাটা কাম্য । যদিও  মালিক- শ্রমিকের মাঝে ক্ষোভ ও বঞ্চনার ব্যাপারটা চিরকালের। মালিকপক্ষ যদি বঞ্চনার ব্যাপারটা সীমাহীন পর্যায়ে নিয়ে যায় তাহলে তার ব্যবসার কী  হতে পারে, সেটা নিয়ে বছর পনের আগে ট্রেডের এক বড়ভাই  দারুণ একটা দৃশ্যকল্প বলেছিলেন। ঘটনা পশ্চিমাদেশের এবং সামান্য অশ্লীলতা আছে।

দুপুরের খাবার খেতে এক ভদ্রলোক এক বার কাম রেস্টুরেন্টে গেছেন।

‘এক জাগ বিয়ার, কত দাম হবে?’

‘এক ডলার।’

ক্রেতা এতো সস্তাদাম দেখে বেশ অবাক হলেন।

‘ আচ্ছা একটা বিফ স্টেক, সালাদ , সঙ্গে  ফ্রেঞ্চ ফ্রাই, আরেক জাগ বিয়ার, ডেজার্ট হিসাবে মাঝারী সাইজের চিজকেক—কত

পড়বে ?’

‘ তিন ডলার।’

ভদ্রলোক ভীষণ অবাক হলেন, ‘ অর্ডার মাফিক সব খেয়ে দেয়ে বিল দিয়ে বারটেন্ডারকে জিজ্ঞাসা করলেন-‘ওয়াও !  তোমাদের ব্যবসা তো দারুণ হে ! কী করে পারছ ? তোমার মালিকের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে।’

 

বারটেন্ডার উত্তর দিল, ‘ আমার মালিক, তার উপরের তলার অফিসে আমার বউয়ের সাথে সময় কাটাচ্ছে।’

ক্রেতা ভদ্রলোক কনফিউজড হয়ে জিজ্ঞাস করলেন, ‘ তোমার বউয়ের সাথে তোমার মালিক উপরের অফিসে কী করছেন ?’

‘সেটাই করছে, যেটা এখন আমি তার ব্যবসার সঙ্গে করছি !’

[The guy looks all confused then asks “What is he doing upstairs in his office with your wife?” The bartender then says “The same thing I’m doing to his business !” ]