The biggest invention of 20th century is– if you change your perspective, your life will be changed.

তখন ক্লাস নাইনে পড়ি, আমার ইংরেজি ভোকাবুলারির অবস্থা ছিল তথৈবচ। তো আমার সবসময়ের পথপ্রদর্শক সিনিয়র ভাই বললেন, ইংরেজিতে স্বচ্ছন্দ হতে হলে, মুরব্বীদের গতানুগতিক উপদেশমতো ভুলেও বাংলাদেশের ইংরেজি পত্রিকা যেন না পড়ি। ওখানে বৃদ্ধ লোল-চর্মসার কিছু সম্পাদক পুরনো, অপ্রচলিত ও বাতিল শব্দমালা দিয়ে সম্পাদকীয় লেখেন। সেটা পড়ে বুঝতে গেলে সামনে ডিকশনারি নিয়ে বসতে হয়। ইংরেজির প্রতি উল্টো বিতৃষ্ণা আসবে। আমাকে উনি নীলক্ষেত থেকে পুরনো ‘রিডার্স ডাইজেস্ট’ কিনে পড়তে বললেন। একই সঙ্গে Mills and Boon নামের এক প্রকাশনীর গল্পের বইগুলো নাড়াচাড়া করতে বললেন। তো, রিডার্স ডাইজেস্টের এক প্রবন্ধে সেই ৮৭ সালে আমি একটা প্রবন্ধে পড়লাম, Change your perspective your life will be changed.

বহু বহুবছর পরে এই কার্যকর জনপ্রিয় দর্শনটি , ‘দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলাবে’– ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ এর মূল শ্লোগান হিসেবে ব্যবহৃত হতে দেখলাম। যে যেই অবস্থায় থাকুক না কেন, দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে, তাঁর জীবন কিছুটা হলেও বদলে যায়। কে না জানে , একই শহরের দুই পথচারীর গন্তব্য আলাদা থাকে। আর একই দৃশ্যপটে দুই ব্যক্তির দুই রকম প্রতিক্রিয়া খুব স্বাভাবিক।