ঈদের এই শেষের দিনগুলোতে এসে স্মরণ করছি আমার সেই কলিগকে, যিনি বছর কুড়ি আগে ঈদে রাজশাহীতে গিয়েছিলেন বেড়াতে। একই সঙ্গে স্মরণ করছি, সেই সময়ের নবীন প্রেমিক-প্রেমিকাদের, যারা ঈদের ছুটির সুযোগে নানারকম ‘সুযোগ’ খুঁজতেন।
তো, হঠাৎ বৃষ্টির বিকেলে আমার কলিগ অনেকের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন নিউ মার্কেটের বারান্দায়। ঝুম বৃষ্টিতে রিকশা নেই, অনেকেই অপেক্ষা করছে। অনেকের মাঝে একজন সুবেশী তরুণীও দাঁড়িয়ে আছে।
ইতোমধ্যে একটি রিকশা তার ডাকে সাড়া দিয়েছে।
তো কলিগের পাশের স্থানীয় লোকটি তরুণীটির দিকে ইঙ্গিত করে তাকে খোঁচা দিয়ে বলল,
: ব্যাপারটা দেইখছেন ভাই?
: কেন ? কি হয়েছে?
: রিকশা লিচ্ছে।
: তো? রিকশা নেবে না ?
: আরে ভাই , বুইসঝতে পারছেন না?
: না ভাই, বুঝলাম না। লোকজন রিকশায় উঠবে না ?
রিকশায় ততোক্ষণে তরুণীটি উঠে পড়েছে এবং পাশের তরুণটিও উঠছে। রিকশাওয়ালা পলিথিনের আচ্ছাদনে ঢেকে দিচ্ছে সামনের দিক।
স্থানীয় লোকটি আরো উত্তেজিত গলায় বলল,
: দেইখছেন , দেইখছেন পাশের ছেলিটাও উঠছে।
: হ্যাঁ , উঠছে, সমস্যা কি? হয়তো পরিচিত।
লোকটি তখন উত্তেজিত গলায় কলিগকে হাতের বিশেষ ভঙ্গী দেখিয়ে বলল:
আরেহ্ ভাই, এখনো বুইসঝতে পারছেন না? এখন ছেইনবে, ছেইনবে !
প্রথম প্রকাশঃ ৫ই মে ২০২২
সাম্প্রতিক মন্তব্য