সে হয় না।

হয় পুরোটা পাগল হও, নয় তুমি মরে যাও।

এই মাঠ মানুষ বিক্রির মাঠ,

এইখানে তুলা ও রমণী একত্রে ওজনে ওঠে,

এইখানে সর্প ও বৃশ্চিক একত্রে অপেক্ষা করে খদ্দের আসার,

এই গৃহ জনহীন, এই দেহ ভাঙা হাট বটে—

মরে গেলে হবে? তারও পরে খরচাপাতি আছে।

উৎপলকুমার বসু।। টুসু আমার চিন্তামণি। প্রকাশ ১৯৯৯