শৈশব ও কৈশোরে প্রিয় গানের সোর্স ছিল নিজের রেকর্ড প্লেয়ার অথবা শেষ দুপুরে রেডিওর অনুরোধের আসর। সবচেয়ে জনপ্রিয় ইংরেজী গান ও প্রায়শ: অন্যভাষার গানগুলো বাজাতেন এঁরা ।
কোন কোনদিন একটা প্রিয় গান সকালবেলায় মাথায় ঢুকে বসে থাকত। সারাদিন পড়ার টেবিল , স্কুল , কোচিং সেই গান মাথায় ঘুরঘুর করত! কিন্তু চলতি পথে কারো বাসার জানালা দিয়ে ঐ গান কানে ভেসে আসলে, এতোটাই বিস্মিত হতাম, সে আর বলার মতো না ! হঠাৎ করে প্রিয় গান শোনার আনন্দ কীরকম সেটা আমাদের প্রজন্ম জানে !
এখন অনলাইনের যুগে , মাথায় কোন কিছু আসার আগেই স্মার্ট ফোনে গুগল, ইউটিউবে আঙ্গুলের চাপ পড়ে যায় !
গুগল আমাদের সেই অবাক বিস্ময়ের আকস্মিক অকারণ ভালোলাগা কেড়ে নিয়েছে !
সাম্প্রতিক মন্তব্য