আমাদের কর্পোরেট জগতে একটা অলিখিত নিয়ম আছে।
প্রতিষ্ঠানে কোন সুযোগ-সুবিধা চালু করার আগে অনেকবার চিন্তা করা হয়। সর্বোচ্চ চেষ্টা করা হয়, কোন না কোনভাবে যদি সেই সুবিধা না দিয়েই চালিয়ে নেওয়ার।
আসলে কোন একটা বিশেষ সুবিধা না থাকলে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে অনেকে হয়তো সমালোচনা করবে ; সেটা তেমন কোন ব্যাপার না। কিন্তু কোন সুবিধা যদি একবার পরীক্ষামূলক ভাবে চালু করা হয় , তখন সেটা সবাই মৌলিক অধিকার ও চিরস্থায়ী ভেবে বসে থাকে। হোক সেটা প্রফিট বোনাস, ইনসেন্টিভ, অল্টারনেটিভ হলিডে বা অন্য যে কোন ধরণের প্রণোদনা। একবার চালু করা সুবিধা পরবর্তীতে প্রত্যাহার করতে গেলে ব্যাপক মনমালিন্য ও হয়রানি হয়।
কয়েক শতক ধরে সারা পৃথিবীতে সকলেরই কমবেশি ছুটি ছিল। ছিল না শুধু পৃথিবীর নিজের ! গত কয়েকমাস কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে পৃথিবী নিজেই যেন কিছুদিনের ছুটি পেয়েছে। একটু জিরিয়ে নিচ্ছে, নিজেকে গুছিয়ে নিচ্ছে।
মুশকিল হচ্ছে, হঠাৎ পাওয়া এই ছুটির ব্যাপারটা পৃথিবী যদি নিজের মৌলিক অধিকার ও চিরস্থায়ী ভেবে বসে তাহলে তো প্রতিবছর বা কয়েকবছর পরপর এই ছুটি চলতেই থাকবে !
প্রকাশকালঃ ১৬ই এপ্রিল, ২০২০
সাম্প্রতিক মন্তব্য