ছোটবেলা থেকে নানারকম ঈশপের গল্প শুনতে হয়েছে। কিছু মনে আছে , বেশীরভাগই এমনভাবে ভুলেছি, হয়তো গল্পটি মনে আছে- কিন্তু গল্পের মর্মার্থ বা মোরালটা কিছুতেই মনে করতে পারি না। এই গল্পটা কর্পোরেট লাইফের সঙ্গে যায়। স্মৃতি থেকে লিখছি। কেউ মূল গল্পটি পেলে ইনবক্স করলে কৃতজ্ঞ থাকব।

হয়েছে কি, একবার এক শেয়াল রাতের বেলা শিকারে বের হয়েছে। মহল্লা ও গৃহস্থবাড়ীগুলো ঘুরে ঘুরে খেয়েছে কুকুরের তাড়া। হাচরেপাচরে সে কোন একটা বাড়ীর উঁচু দেয়ালের উপর দিয়ে দৌড় দিয়ে পালাচ্ছিল। সেই সময়ে পা গেল পিছলে !

উঁচু দেয়াল থেকে পড়ে যাবার আগের মুহূর্তে সে দেয়ালের গায়ের ঝুলে থাকা লতাগাছকে জড়িয়ে ধরল। তাৎক্ষণিক বিপদমুক্তি ঘটলেও কিছুক্ষণের মধ্যে সে টের পেল যে লতাটা সে আশ্রয়ের জন্য জড়িয়ে ধরেছে সেটার গায়ে কাঁটা আর কাঁটা !

সারা শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে শেয়াল লতাগুল্মকে হতাশার সঙ্গে বলল, ‘আমি একটা বিপদে পড়ে তোমার সাহায্য নিয়েছিলাম। কিন্তু আমাকে সাহায্য করা তো দূরে থাক বরং আমার সারা গাঁয়ে কাঁটা বিঁধিয়ে রক্তাক্ত করে দিলে। এই কি মহানুভবতার নিদর্শন ?’

লতাগাছ দুঃখ প্রকাশ করে বলল, ‘আমি জানি তুমি আমার সাহায্য নিয়েছ দায়ে পড়ে। কিন্তু দয়া করে তোমার এই দুরবস্থার জন্য আমাকে দায়ী কোর না। আমার সাহায্য নেওয়ার আগে তোমার নিজের জানা উচিৎ ছিল যে, আমি নিজেই আশ্রয়ের জন্য দেয়ালের গায়ে ঝুলে আছি। আমি নিজেই যেখানে পরনির্ভরশীল সেখানে আমি কি করে তোমার সাহায্যে আসব ?’

মোরাল অভ দি স্টোরিঃ
আপনার কর্মক্ষেত্রে এমন কারো কাছে সাহায্য চাইবেন না , যিনি নিজেই পরনির্ভরশীল , দুর্বল কিংবা বিপদে আছেন । সাহায্য চাইতে হলে শক্তিশালী কারো কাছে চান। তাঁর পিছনে গিয়ে দাঁড়ান। এই ধরেন , আমার কাছে কেউ সাহায্য চাইতে আসলে আমি ঈশপ ভাইয়ের এই গল্পটা শুনিয়ে দিই। আর আপনি যদি আত্মশক্তিতে ভরপুর হয়ে থাকেন , তাহলে নিজেই একটা আলাদা লাইন তৈরী করুন। অমিতাভ বচ্চন আমার প্রিয় অভিনেতা। ‘কালিয়া’ ছবিতে একটা বিখ্যাত লাইন আমার খুব ভাল লাগে। “হাম জাহা পে খাড়ে হো যাতে হ্যাঁই, লাইন ওহি সে শুরু হোতি হ্যায় !” ( আমি যেখানে দাঁড়িয়ে পড়ি ; লাইন ওইখান থেকেই শুরু হয় ! )[ অমিতাভ বচ্চন; কালিয়া ]

প্রকাশকালঃ ২৫শে অক্টোবর, ২০১৬