” When everything is coming your way, you’re probably in the wrong lane! ”

আমি আশাবাদী মানুষ। বেশী আশাবাদী বলেই হয়তো জীবনের বড় দুর্ঘটনাগুলোকে আমি আগে থেকে আঁচ করতে পারিনা। ‘ঘটনা’ একটা ঘটে যাওয়ার পর, আমার শুভাকাঙ্ক্ষীরা মর্মাহত হয়ে বলেন, ‘আশ্চর্য ! আপনি এতো বোকা, এই সামান্য আভাষেই তো বোঝা উচিৎ ছিল, সামনে আপনার কতোবড় বিপদ ঘনিয়ে আসছে!’ তারপর আর কী ! ‘কর্পোরেট মারা’ খাওয়া হয়ে গেলে সেই ব্যথা কাটিয়ে উঠতে পারিনা বেশীরভাগ ক্ষেত্রেই ! অবশ্য এইরকম নির্বুদ্ধিতার একটা ভাল-দিকও আছে। একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আঁকড়ে ধরে পড়ে না থেকে গা ঝাড়া দিয়ে বার বার আমি উঠে দাঁড়িয়েছি।

মানুষের প্রত্যুৎপন্নমতিত্ব দেখে আমি বিস্মিত হই; মানুষের হাজির-জবাব দেখে আমি আরো বিস্মিত হই। কেউ কোন প্রসঙ্গে হয়তো আমার অক্ষমতা, নির্বুদ্ধিতা, অপ্রাপ্তিকে তাচ্ছিল্য বা ব্যঙ্গ করে গেল ; আমি সেই হঠাৎ আক্রমণে হতবিহব্বল হয়ে পড়ি আমার মুখে রা থাকে না। বোকাটাইপ হাসি দিয়ে সেটা হজম করার চেষ্টা করি। দুই সপ্তাহ বা দুই মাস পরে মনে হয়, আরে শ্লা ! ঐ সময়ে ঐ লোককে তো এই ভাবে জবাব দেওয়া যেত ! তো দ্বিতীয়বার যখন একই ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে যায় । দেখা গেল সে আমাকে নতুন কোন বাক্যবাণে আহত করছে। এবং আমি আগের মতই অপ্রস্তুত হাসি হাসছি।

আমার ছোট্ট কর্পোরেট জীবনে নানা জাতির লোকের অধীনস্থ হয়ে কাজ করতে হয়েছে। কর্মজীবনের দুই সময়ে– প্রাথমিক পর্যায়ে একজন শ্রীলংকান, পরবর্তীতে আরেকজন বৃটিশ– দুই ঊর্ধ্বতন সহকর্মী একই কথা আমাকে শিখিয়েছিলেন। একজন উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, ওয়ার্কিং প্রসেসে যদি কোন সমস্যা না থাকে, সেটা মুশকিল। আবার চেক করা উচিৎ কোথাও কোন ভুল হচ্ছে কীনা ! আর ব্রিটিশ সহকর্মী বলেছিলেন জীবনের ব্যাপারে। দু’জনের বিদ্যাদান ব্যর্থ হয়েছে আমার ক্ষেত্রে, লাভ হয় নি তেমন কিছু। কারণ আমি রয়ে গেছি সেই আগের মতই ! আত্মরক্ষার ঢাল-তলোয়ার বের করতে আমার দেরী হয়ে যায় ! আর যখন বের করি , দেখি তাতে ইতোমধ্যেই জং ধরে গেছে ! আমার চেয়ে আমার পরিপার্শ্ব সবসময় কয়েকগুণ এগিয়ে থাকে।

জীবনে এরকম সময় আসে, যখন মনে হয় সবকিছু ঠিকমতো চলছে। যেখানে যা থাকার কথা সেখানে আছে, যা পাওয়ার কথা তাই পাওয়া যাচ্ছে , কোন অভিযোগ নাই। আমার জীবনের কয়েকবার হয়েছে, মনে হয়েছে সব প্রাপ্তি আমার দিকেই। কিন্তু কোথায় কোন অলক্ষ্যে যে একটা ঘূর্ণিঝড় পাকিয়ে উঠেছে বা ‘সমগ্র বাংলাদেশ পাঁচ টন’ ট্রাক ধেয়ে আসছে উলটপালট করে দেওয়ার জন্য , আমি বুঝিই নি !

When everything is coming your way, you’re probably in the wrong lane !– বাক্যটির একটা তির্যক অর্থ আছে। ট্রাফিক নিয়মের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। সঠিক লেনে থাকলে আপনার সামনে-পিছনে, পাশে যানবাহন থাকবে। কিন্তু মনে করুন , হঠাৎ দেখলেন সব যানবাহন বিপরীত দিকে থেকে আপনার দিকেই এসে পড়ছে, এভরিথিং ইজ কামিং ইয়োর ওয়ে ! অবাক বা আনন্দিত না হয়ে সাবধান হন; কারণ সম্ভবত আপনি ভুল লেনে আছেন !

অবশ্য আপনি যদি সরকারী বিশ্ববিদ্যালয়ের পরিবহণে থাকেন বা রাষ্ট্রযন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ কেউ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু বলার নেই। আপনি যেদিক দিয়ে গাড়ী ছোটাবেন , সেটাই তো রাস্তা !

[প্রকাশকালঃ ৯ই সেপ্টেম্বর,২০১৬ ]