গার্মেন্টস খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এটা নিয়ে সবাই কনফিউজড ছিলেন। পক্ষে বিপক্ষে অঢেল যুক্তিতর্ক আছে। নানা যুক্তিতর্কের পরে সবার সম্মতিতে সীমিত আকারে গার্মেন্টস চালু করা হয়েছে।
এই কিছুক্ষণ আগে একবন্ধু ইন-বক্সে বলল, ‘স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসে কাজ করার নির্দেশ দেওয়া আর নববিবাহিত দম্পতিকে শারীরিক দূরত্ব বজায় রেখে সংসার করার আদেশ দেওয়া একই কথা!’
ওর কথা শুনে, বহুদিন আগের একটা কাহিনী মনে পড়ে গেল। যৎসামান্য অশ্লীলতা ক্ষমার্হ !
কাহিনী হেরিটেজ হোটেলের (রাজা-মহারাজাদের প্রাসাদগুলোকে মূলত: হেরিটেজ হোটেল বানানো হয়।)
তো , এক নববিবাহিত দম্পতি হেরিটেজ হোটেলে রুম ভাড়া নিতে গেছে ! কোন রুম ফাঁকা নেই।একটাই রুম ফাঁকা, শতবছর আগে মহারাজা স্বয়ং ওই রুমে থাকতেন।
হোটেল ম্যানেজার : ‘দেখুন , এই রুমের খাটটি অনেক অনেক পুরাতন । এগুলো নষ্ট হয়ে যাচ্ছে । তো, স্বামী–স্ত্রী দের আমরা এই রুমে কখনই থাকতে দিই না। আপনাদেরকে দিচ্ছি । আপনারা কষ্ট করে ফ্লোরে থাকবেন।’
এই বলে ম্যানেজার রুমবয় কে ডেকে বলল : ‘এই খাটটা সরিয়ে ফেল্।’
স্বামী : দেখুন ভাই, আমরা নববিবাহিত …
ম্যানেজার ( রুমবয়কে ডেকে ) : ‘এই, চেয়ার গুলাও সরা…..’
প্রকাশকালঃ ১লা মে, ২০২০
সাম্প্রতিক মন্তব্য