নোবেলজয়ী তাত্ত্বিক পদার্থবিদ, রিচার্ড পি ফাইনম্যান (Richard P. Feynman) এর একটি বিখ্যাত উক্তি আছে, আমার কাছেও সেটা চিরন্তন মনে হয়। ‘ Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot.’

উচ্চশিক্ষিত মানুষ মানেই বুদ্ধিমান ও বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ নয়।
প্রমথ চৌধুরীর অসাধারণ সেই উক্তিটিও এসে পড়ে, ‘সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত।’

 

এদিকে ইন্টেলিজেন্স আর ইন্টেলেকচুয়ালের তফাৎ বুঝতে আমার কিছুটা দেরি হয়েছে। অসম্ভব বুদ্ধিমান ও অর্থনৈতিক সামাজিকভাবে সফল মানুষের কাছে গিয়ে দেখেছি, তাঁদের বুদ্ধিমত্তা আছে কিন্তু প্রজ্ঞা, ধীশক্তি নেই।

অনেকের প্রাতিষ্ঠানিক পড়াশোনা থাকেনা কিন্তু প্রজ্ঞা থাকে। আমাদের সমস্যা, দুই কলম পড়েই আমরা ভাবি অনেক বুঝে ফেলেছি। এই হচ্ছে পৃথিবী। অথচ হেনরি ফোর্ডের নিরক্ষর মা তাকে সেই জগদ্বিখ্যাত কথা বলে গেছেন, ‘Whether you think you can, or you think you can’t–you’re right.” [ তুমি যদি ভাবো তুমি পারবে, অথবা তুমি পারবে না—উভয়ক্ষেত্রেই তুমি সঠিক। ] শুধুমাত্র দৃষ্টিভঙ্গী মানুষকে বহুদূর পৌঁছে দিতে পারে। জীবনে অভিজ্ঞতার উপরে কিছু নাই। অসম্ভব ভালো কোন উপদেশ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা-বঞ্চিত অথবা স্বল্প শিক্ষিত লোকের কাছেও পেতে পারেন।

তবে, এই বয়সে এসে আমার মনে হয়েছে– শিক্ষা, অশিক্ষা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ইত্যাদির উপরেও হৃদয়বৃত্তি সবার উপরে। কেউ শিক্ষিত, সফল হতে পারেন, সূক্ষ্ম বুদ্ধির হতে পারেন, অথবা কেউ হয়তো আপাত দৃষ্টিতে স্থূল বুদ্ধিমত্তারও হতে পারেন — কিন্তু তাঁর বড় একটা হৃদয় থাকতে পারে। তাঁকে মূল্যায়ন করুন, কারণ সে হয়তো নির্দ্বিধায় আপনার জন্যে অনেক কিছু করছে, করেছে বা বা করতে পারে অথবা সে সমাজের জন্য উপকারী।

বুদ্ধিমত্তার চেয়েও আমি সংবেদনশীল ও ইন্টেলেক্টকে বেশি মূল্যায়ন করতাম। এখন করি না। আমি এখন বোঝার চেষ্টা করি সে কতো মানবিক, উদার, উপকারী। মনে রাখবেন বুদ্ধিমান, সফল এবং ইন্টেলেক্ট লোকেরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে থাকেন।