শুধু বুদ্ধিমান লোকে আর শক্তিশালী লোক বেঁচে থাকবে অন্যেরা মরে যাবে, পৃথিবীটা মোটেও সেই নিয়মে চলে না। কয়েক হাজার বছর ধরে নির্বোধ, শুক্রাণুর ব্যাপক অপচয় হিসাবে খ্যাত বহু ব্যক্তির ক্ষমতার আস্ফালন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। অযোগ্য, দুর্বল, অপ্রয়োজনীয় ব্যক্তিদের সৌভাগ্যে আমরা দীর্ঘশ্বাস ফেলেছি।

বিশ্বের বিখ্যাত ধনকুবের ওয়ারেন বাফেট উভেরিয়ান লটারি (Ovarian Lottery) শব্দটিকে জনপ্রিয় করেছেন ; ব্যক্তি কখন বা কোথায় জন্মগ্রহণ করছেন সেই সৌভাগ্যের কথা বলেছেন। একজন ব্যক্তি কখন কোথায় জন্মগ্রহণ করছে সেটা তাঁর জীবনের বড় ধরণের প্রভাব রাখে। যে লোকটিকে আপনার আপাতত অযোগ্য , অথর্ব মনে হচ্ছে, কোনভাবে সে হয়তো আগেই উভেরিয়ান লটারি জিতে বসে আছে।

বৈষয়িক জীবনের ম্যারাথন রিলে রেসে অনেক এগিয়ে থাকা লোকটি হয়তো তাঁর পিতা ও পরিবারের কাছ থেকে ব্যাটনটি যখন পেয়েছেন; তখন হয়তো আপনার পিতা সেই স্টেডিয়ামের দর্শক-সারিতেই পৌঁছায়নি। নিয়তির পরিহাসে প্রাপ্ত ব্যক্তিটির যাপিত সৌভাগ্যের ব্যাপারটি যদি আপনি সদয় বিবেচনায় আনেন, আপনার মানসিক স্থৈর্য বাড়বে বৈ কমবে না।

(Ovarian Lottery: Ovarian Lottery is a thought experiment popularized by Warren Buffet. It stresses the importance of luck and the influence of when/where we are born in this world on our life outcomes.)