যাপিত জীবন ও যৎসামান্য পড়াশোনায় আমার একটা উপলব্ধি হয়েছে: প্রকৃতি ধনী-গরীব নির্বিশেষে দুইটি জায়গায় কাউকেই বঞ্চিত করে নাই। একটা অসাধারণ সাম্যাবস্থা আছে সেই প্রকৃতির সেই দানে , সবাই সেখানে সমান । দুইটি প্রকৃতি-প্রদত্ত দান হচ্ছে খাদ্যগ্রহণ ও যৌনতা। খাদ্য গ্রহণ ও যৌনতায় সকলের জন্যে পরিপূর্ণ তৃপ্তি আছে। অন্য কোন ইন্দ্রিয় দিয়ে পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার সুযোগ সবার জন্য প্রকৃতি রাখেনি। কিন্তু আশ্চর্য হলেও সত্যি , খাদ্য, পানীয় নিয়ে অবলীলায় আমরা কথা বলি। ভোগ উপভোগের তুলনা করি। কী খাওয়া উচিৎ, কেন খাওয়া উচিৎ, কীভাবে খাওয়া উচিৎ, তা নিয়ে আমাদের বহু কথা হয়। অথচ সেই প্রেক্ষিতে যৌনতা নিয়ে আমাদের কোন কথা হয় না । যৌনতাকে নিষিদ্ধ, ট্যাবু ভেবে নানা ভুল ধারণা নিয়ে না থেকে সেটা নিয়ে আলোচনা করা উচিৎ । আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কেউ ধর্মীয় বিধিনিষেধের কথা তুলতে পারেন। তবুও আমি বিশ্বাস করি, খোলামেলা আলোচনা ভাল।