ঔদ্ধত্য যদি এক্সট্রিম একটা আচরণ হয়ে থাকে, বিনয়ও এক্সট্রিম একটা আচরণ । বিনয়ী লোকজনকে আধুনিক যুগের লোক পাপোষের মতো মাড়িয়ে চলে । পিষে ফেলতে চায়। এর চেয়ে মধ্যমপন্থা উত্তম । কিছুটা রহস্য থাকা ভালো। নিজেকে সহজেই পড়ে ফেলতে দেওয়া অনুচিত ( ক্ষেত্র-বিশেষে প্রিয়জন ছাড়া)। একটা মানুষের একটা আবরণ, আস্তরণ, দুর্ভেদ্যতা কিংবা রহস্য থাকা ভালো। অনেকের রাগ, ক্ষোভ, ঘৃণা, ভয় , ভালোবাসা ইত্যাকার আবেগ মুহূর্তেই অনেকের চেহারায় ও চোখে ভেসে ওঠে। তাঁর আবেগ ও অনুভূতি নিকটবর্তী কেউ সহজেই পড়ে ফেলতে পারে।

আপনি ব্যবসায়ী হন, মালিক হন, সিনিয়র ম্যানেজমেন্ট হন, ক্রেতা হন, বিক্রেতা হন, আপনার কাউন্টার পার্ট আপনার আবেগের ব্যাপারটা সহজে পড়ে ফেলতে পারলে তো মুশকিল। আপনি পদে পদে বিব্রত ও ক্ষতির সম্মুখীন হবেন।

নিজের আবেগ প্রচ্ছন্ন বা ধোঁয়াশা করে রাখতে পারার সক্ষমতা একটা বিশাল গুণ।