কথা শুনুন, ভালো শ্রোতা বিলুপ্তপ্রায়। মনো-বৈজ্ঞানিকরা বহুবছর ধরেই মাল্টিটাস্কিং করতে অনুৎসাহিত করছেন। কেননা, কেউ যদি সত্যিকার মনোযোগ দিয়ে কারো কথা শোনে, তবে তাঁর পক্ষে অন্য কাজ করা সম্ভব নয়। গ্রিক দার্শনিক Epictetus সেই হাজার দুয়েক বছর আগেই মনে করিয়ে দিয়েছিলেন –‘We have two ears and one mouth so that we can listen twice as much as we speak.’

তথ্যপ্রযুক্তির যুগে সবার কাছে লক্ষ লক্ষ অভাবিত তথ্য, নিজেকে প্রকাশিত করার অভিনব সব সামাজিক মাধ্যম। সবাই বলতেই চায়, দেখাতেই চায়, কেউ হৃদয় দিয়ে, একটু সময় নিয়ে কারো কথা শুনতে চায় না। বক্তার তুলনায় শ্রোতা আশঙ্কাজনক-ভাবে কম।

যতদূর বুঝতে পেরেছি, আমি শ্রোতা হিসাবে ভালো। আমি অনেকের প্রিয়ভাজন নই সেটা যেমন সত্য, তেমনি অনেকে আমাকে ভীষণ পছন্দ করেন তার কারণ আমি মন দিয়ে কথা শুনি। শর্ত প্রযোজ্য: তাঁদের কথাই মন দিয়ে শুনি যাঁদের কথা মিনিমাম লেভেলের শ্রাব্য।

কাউকে জানতে হলে, কারো কাছাকাছি হতে হলে, তাঁর কথা মন দিয়ে কথা শুনুন।
কারো ব্যর্থতার গল্প, বিশ্বাসঘাতকতার গল্প, হেরে যাওয়ার গল্প, মাথা উঁচু করে বেঁচে থাকার গল্প। শুনুন মন দিয়ে শুনুন।
সিনেমার পর্দায় নয়, আমাদের জীবনের গল্পের নায়ক-নায়িকারা আমাদের চারপাশেই আছেন।