জীবন উদযাপন করতে শিখুন। পরিবারকে সময় দিন, বছরে নিয়ম করে একঘেয়েমি কাটাতে সবাইকে নিয়ে বেড়াতে যান। যদি আর্থিক সামর্থ্য ও সময় না থাকে, কাছে ধারে হলেও কোথাও যান। কোথাও যেতে না পারলে, কাছে ধারের রেস্টুরেন্টে যান। আনন্দ উদযাপন করুন। । না চাইতেই পাওয়া এই অসাধারণ, অমূল্য জীবনকে উদযাপন করা শিখুন।

অনেক আগে, ৯৭-৯৮ সালে যখন OPEX Group এ কর্মরত ছিলাম, ক্যারল ব্রাউন নামের এক মহিলা ক্রেতা ছিলেন, আশির কাছে বয়স। আমাদের তৎকালীন চেয়ারম্যান সর্বেসর্বা ক্যাপ্টেন আনিসুর রহমান সিনহা স্যারের খুব প্রিয়ভাজন। আমেরিকান এই ভদ্রমহিলার অর্ডার খুব ছোট ছোট সংখ্যার হলেও আমাদেরকে খুব মনোযোগ দিয়ে ফলোআপ করতে হত।

উনি খুব হাসি খুশী থাকতেন। দারুণ বাহারি রঙের পোশাক পড়তেন। আমি কারণ জিজ্ঞেস করলে উনি আমাকে বলেছিলেন, Jahid, life is not a dress rehearsel, never keep your best wine in the stock for an occasion! ঠিকই তো, জীবন তো আর মঞ্চ নয়– বার বার রিহার্সাল দেওয়ার সুযোগ কোথায়! যা করবার, বা বলবার বলে ফেলতে হয়; বারবার সেই সুযোগ আসে না। আবার আনন্দ করার জন্য উৎসব বা বিশেষ দিনের অপেক্ষা অনেকাংশে বোকামি।