কৌতূহলী হন, বিস্মিত হওয়ার ক্ষমতা ধরে রাখুন, চর্চা করুন। কীভাবে বিস্মিত হতে হয়, সেটা প্রতিনিয়ত চর্চায় রাখার জন্যে শিশুদের সঙ্গে অথবা নিজের চেয়ে কম বয়সী তরুণ-তরুণীদের সঙ্গে মেলামেশা করুন, যোগাযোগ রাখুন। সমবয়সী অথবা বয়স্ক লোকেরা অনেক ক্ষেত্রেই জীবনের ব্যাপারে আশাবাদী থাকেন না ; একঘেয়েমিতে ক্লান্ত হয়ে থাকেন। তাদের সঙ্গে সম্মানজনক দূরত্বের পাশাপাশি সবুজ, কাঁচা তারুণ্যের সাহচর্যে থাকুন।